প্রফেশনাল হন,,,

 

আমরা প্রত্যেকে মোবাইল  চালাই,

তবে কি জানেন !

আমরা প্রায় ৮০% লোক ই অন্যের দেওয়া ভিডিও, অডিও,কমেডি দেখি এবং আনন্দ পাই।

নিজের পকেটের টাকা, জীবনের কিছু মূল্যবান সময় নস্ট করে।


আপনি কি ভেবে দেখেছেন?আপনি নিজের খেয়ে নিজের পড়ে নিজের ক্ষতি  করছেন, আর ফলস্বরুপ অন্য কেউ আপনার একটা লাইক,কমেন্ট এ কিছু অর্থ আয় করে নিচ্ছে।

কেনো দিবেন আপনার এত কস্টের টাকা অন্য কাউকে?আর যদি দিতেই হয় বিনিময়ে আপনিও এমন কিছু পোস্ট করেন যেন অন্য কেউ আপনাকে লাইক,কমেন্ট  করে।

তাতে হয়তো সমান সমান হবে,,আপনি দিবেন বিনিময়ে আপনি ও পাবেন।

আর এই জন্য প্রফেশনাল হন,,,  

আপনার আইডি কে প্রফেশনাল তৈরি  করেন।


প্রফেশনাল হতে,,, আরও জানতে ফলো করুন।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Canva কি?Canva কি কাজে লাগে?এবং Canva দিয়ে কি কি ভাবে কাজ করবেন ?